প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড আরো ২৪০৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ২৪ হাজার ০৪৭ জনে দাঁড়ালো।
তবে গত কয়েক দিনের মৃত্যুর হারের তুলনায় যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড ছাড়িয়েছে। এর আগে ২৪ ঘণ্টায় এতো সংখ্যক মানুষ মারা যারা যায়নি। দেশটির নিউইয়র্কে সবচেয়ে করোনার ভয়াবহতা বেশি।
ইতিমধ্যে আক্রান্ত ও মৃত্যুতে সবার উপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৮৬৮ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৬৯৪৫ জন নতুন করে আক্রান্ত হয়েছে। প্রতিনিয়ত দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে।
এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬০০ জনের। তবে এতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭৮ হাজার ৫৫৭ জন। জনস হপকিন্সবিশ্ব বিদ্যালয়
Discussion about this post