লন্ডভন্ড টর্নেডোয়”ট্রাম্প”আমেরিকা করোনা বিপর্যয়ের মধ্যেই

সারা বিশ্ব জুড়ে চলছে করোনা আতঙ্ক। এরই মধ্যে উত্তর আমেরিকার বেশি কিছু অঙ্গরাজ্যে টর্নেডোর  কবলে ৬ জন মারা গেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সবচেয়ে বেশি আঘাত হেনেছে মিসিসিপি অঙ্গরাজ্যে। ঝড়ের তাণ্ডবে  লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বাড়ি, উপড়ে গেছে গেছে গাছপালা এবং ভেঙ্গে গেছে রাস্তাঘাট। নিহত ৬ জনের সবাই মিসিসিপির। এর মধ্যে মধ্যে দুজন লরেন্স কাউন্টির, তিনজন জেফারসন ডেভিস কাউন্টির, ১ জন ওয়াল্টহল কাউন্টির।

 

টর্নেডোর কবলে ক্ষয়ক্ষতি হয়েছে টেক্সাসের কিছু অংশ এবং লুসিয়ানা অঙ্গরাজ্যে। লুসিয়ানায় ৩৬ হাজার বাড়ি এবং ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। যেখানে অ্যালবামা ও মিসিসিপি অঙ্গরাজ্যের প্রায় যথাক্রমে ২৩ ও ২০ হাজার মানুষের জীবনে অন্ধকার নেমে এসেছে।

এরই মধ্যে যারা গৃহহীন হয়েছেন তাদের জন্য ২০০ বেডের হোটেল বরাদ্দ করা হয়েছে। স্থানীয় মেয়র বলছেন খুব বেশি ক্ষতি হয়নি, যা হয়েছে তা খুব সহজেই কাটিয়ে ওঠা যাবে।