শহীদ উল্লাহ বাচ্ছুঃ বাচ্ছুঃ আলহাজ্ব আবদুর রসিদ” এক জন সাদা মনের মনুষ ছিলেন। সুবর্ণচরে সন্তানের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন আলহাজ্ব আবদুর রসিদ।।
আজ সকাল এগারোটায় পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক মরহুম আবদুর রসিদ এর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে ইপিজেট নজরুল ট্রেডার্স এর স্বত্বাধিকারী মরহুম আবদুর রব (নজরুল) কিডনি জনিত রোগে ২০১৫ সালের ২৯ এপ্রিল তারিখে চকবাজার সার্জিস্কোপ হাসপাতাল (প্রাঃ) লিঃ এ মারা যায়। ৩০ এপ্রিল তারিখে নতুন কবরে সন্তানকে দাফন করেন পিতা আবদুর রসিদ। আজ সেই কবরের পাশেই নিজেই সমাধিস্থ হন। গতকাল রাতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী আর শুভাকাঙ্ক্ষীরা এক নজর দেখার জন্য ছুটে আসেন। পরিবারে শোকের মাতম। সন্তান আর আত্মীয়স্বজনের আহাজারি। তবুও মরহুমকে চিরবিদায় দিতেই হবে। নিস্তব্ধ দেহটিকে আর রেখে দেয়ার সাধ্য কারো নেই। দাফন করার জন্য হাজার হাজার ভালোবাসা আর শ্রদ্ধার মানুষগুলো তীব্র রোদের মধ্যে এসে অপেক্ষা করছে। আর মহান রাব্বুল আলামীন এর কাছে ফরিয়াদ করছে এ গোলামের পরকালীন মুক্তির জন্য। অবশেষে শেষ বিদায় জানিয়ে আবার সবার গন্তব্যে চলে গেল। এভাবে সবাইকে বিদায় দিতেই হবে,, আবার কাউকে বিদায় নিতেই হবে। মরহুম আবদুর রসিদ তাঁর সুকর্মের মাধ্যমে সবার মাঝে বেঁচে থাকবে চিরকাল এক জন সাদা মনের মনুষ ছিলেন। আলহাজ্ব আবদুর রসিদ
Discussion about this post