রংপুরে মো. হানিফ নামে এক ব্যবসায়ীর বাসার বক্স খাটের ভেতর থেকে টিসিবির ১২৩৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ, যেগুলোর আনুমানিক মূল্য সোয়া লাখ টাকা। আটক করা হয়েছে দুইজনকে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে নগরীর মধ্য পার্বতীপুর ১৭ নম্বর ওয়ার্ডে ওই ব্যবসায়ীর বাসায় তল্লাশি করে এসব তেল জব্দ করা হয়।
আটক দুইজন হলেন বাসার মালিক হানিফ মিয়া ও লাল মিয়া। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের মধ্য পার্বতীপুর ঈদগাহ মাঠ সংলগ্ন হানিফ মিয়ার বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ