নাগরপুরে তৃতীয় করোনা রোগী শনাক্ত ৩৬ বাড়ী লকডাউন

মোহাম্মদ মহসিন খান নাগরপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের (২৪) বছর বয়সী আরও ১ যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এ নিয়ে নাগরপুর উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ জন। এলাকাবাসী সূত্রে জানা যায় আক্রান্ত ২৪ বছর বয়সী এই যুবকটি এরিস্টোফার্মা ওষুধ কোম্পানির ফ্যাক্টরীতে চাকুরী করতেন। তার সহকর্মী ভূঞাপুরে একজন করোনায় আক্রান্ত হলে সে গত ( ১০ এপ্রিল ) শুক্রবার বাড়িতে আসে। নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাধ্যমে তার নমুনা পরীক্ষার জন্য ঢাকা প্রেরণ করা হলে ঢাকা থেকে রিপোর্ট করোনা পজেটিভ আসে।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এর নির্দেশে সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্রান্তের বাড়ীর আশপাশের ৩৬টি বাড়ি লকডাউন করে দিয়েছে