নাগরপুরে মামুদনগর ৪র্থ করোনা আক্রান্ত রোগী শনাক্ত

মোহাম্মদ মহসিন খান নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের ২৫ বছরের এক যুবকের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গিয়েছে ।

এতে করে উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা হল ৪ জন। টাঙ্গাইল জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১২ জন।
আজ মঙ্গলবার ২১ এপ্রিল সকাল অনুমানিক ০৬.১৫ মিনিটে সিভিল সার্জন টাঙ্গাইল মহোদয় এর মাধ্যমে নাগরপুরে ৪র্থ করোনা রোগী সনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন উপজেলা প্রশাসন ও উপজেলা প.প কর্মকর্তা।

 

সদর হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়ার গ্রামের ২৫ বছর বয়সী এই ব্যক্তির নমুনায় আইইডিসিআর এর পরিক্ষায় পজিটিভ রিপোর্ট আসে।

 

আক্রান্ত যুবকটি এরিস্টোফার্মা ওষুধ কোম্পানির ফ্যাক্টরীতে চাকুরী করতেন। গত শুক্রবার সে বাড়িতে আসা নন্দপাড়ার আক্রান্ত রোগীর সাথে একই সাথে ঢাকার শ্যামপুরে চাকুরী করত। ভূঞাপুরে যে রোগী করোনা আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছে সেও তার সহকর্মী ছিল এবং একই জায়গায় চাকুরী করতো।

 

এর আগে ১২, ১৪, ১৭ এপ্রিল ২০২০ তারিখ পর্যন্ত উপজেলায় আক্রান্ত ছিল ৩ জন পুরুষ রোগী।

 

নাগরপুর উপজেলা প.প. কর্মকর্তা মো. রোকুনুজ্জামান খান সকালে আইইডিসিআর এর রিপোর্টের ভিত্তিতে ৪র্থ করোনা আক্রান্ত রোগীর বিষয়টি নিশ্চিত করেন।

 

এ ঘটনায় আজ সকালেই প্রশাসন ঐ এলাকার ৩০ টি বাড়ি লক ডাউন ঘোষণা করেছে এবং আরো নমুনা সংগ্রহ করার প্রস্তুতি নিচ্ছে।

 

তিনি আরোও বলেন, করোনা আক্রান্ত রোগীটির নমুনাটি নাগরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পাঠানো হয়েছিল। নাগরপুর থেকে পাঠানো নমুনার মধ্যে একটি নমুনায় পজিটিভ রিপোর্ট এসেছে।

 

সকলের উদ্দেশ্য তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলুন। এর কোন বিকল্প নেই। তাই সবাই ঘরে থাকুন। আসুন সবাই ঘরে থেকে সরকারের নির্দেশনা মেনে করোনা মোকাবিলা করি।