মোহাম্মদ মহসিন খান নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি: করোনার কারণে মানুষ যখন কর্মহীন হয়ে অসহায় জীবন যাপন করছে। সেই সময় মানবতার সেবায় এগিয়ে এসে কর্মহীন অসহায় ১২০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে টাঙ্গাইলের নাগরপুরের ৯৭ ব্যাচ। মঙ্গলবার (২২ এপ্রিল) নাগরপুর ৯৭ ব্যাচ এর সকল বন্ধুরা মিলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে সাংসদ আহসানুল ইসলাম টিটুর পরামর্শ ও নির্দেশনা মতে ১২০ টি কর্মহীন অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে ।
এ সময় তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে করোনা ভাইরাসের কারণে লকডাউনে পড়া কর্মহীন অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে । আমরা তারি ধারাবাহিকতায় নাগরপুরের ৯৭ ব্যাচ এর সকল বন্ধুরা মিলে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণের এই উদ্যোগ গ্রহণ করি এবং ১২০টি কর্মহীন পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেই। তারা আরও বলেন, নাগরপুরে আরো যে সকল সংগঠন আছে তাদের সাধ্য মতো এই সব কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো উচিত
Discussion about this post