নূরে আলম মিনা ‘সেরা এসপি এখন চট্টগ্রাম’ অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ সার্বিক বিবেচনায় চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন চট্টগ্রামের এসপি নূরেআলম মিনা।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার তুলে দেন রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক। নগরীর ছোটপুল পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টরের পুরস্কার পান চট্টগ্রাম সদর কোর্ট পুলিশ পরিদর্শক বিজন কুমার বড়ুয়া। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে চট্টগ্রাম জেলা পুলিশের আরও চারজন সদস্য পুরস্কার পেয়েছেন। চট্টগ্রাম রেঞ্জের মোট ১৮ জনকে পুরস্কৃত করা হয়।কপিঃ দৈনিক ইনকিলাব