সারাদেশের মধ্যে রাজধানী ঢাকার পর নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। করোনা সংক্রমন রোধে ডাক্তারদের সাথে সম্মুখভাবে কাজ করা পুলিশ সদস্যও আক্রান্ত হয়েছেন করোনায়। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রায় ১৯ জন সদস্য। তারা সবাই আইসোলেশনে আছেন।
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, জেলা পুলিশের ১৯ সদস্য এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন পরিদর্শক, দুইজন সহকারী উপপরিদর্শক রয়েছেন। বাকিরা সকলেই কনস্টেবল পদমর্যাদার। তবে তাদের সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, শুরু থেকে এই পর্যন্ত ১৯ জন আক্রান্ত এবং সবাই সুস্থ আছেন। আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে তিনজন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) এবং বাকিরা তাদের বাড়ি ও জেলা পুলিশ লাইনসে বিশেষভাবে আইসোলেশনে আছেন।
তিনি আরও বলেন, করোনা ঝুঁকির মধ্যেই আমাদের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতে হয়। বিভিন্ন পাড়া-মহল্লায় মানুষ অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করলে আমাদেরকেই আবার সেই মানুষদের ঘরে ঢুকানোর জন্য কাজ করতে হয়। তাদের বার বার বলতে হয় আপনারা ঘরে থাকুন। এতে করে দেখা যায় কোনো না কোনোভাবে কর্মরত পুলিশরা জনসাধারণের সংস্পর্শে চলে আসে যে কারণে আমাদের ঝুঁকিটা বেড়ে যায়। তারপরও করোনা ঝুঁকি নিয়ে জেলা পুলিশ রাত দিন ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে।
নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে এসপি বলেন, জনসাধারণ যদি আইইডিসিআরের স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলেই আমরা রক্ষা পেতে পারি। আপনারা কেউ বিনা কারণে বাসা থেকে বের হবেন না। সবাই বাসায় থাকুন। নিজে সুস্থ্য থাকুন, অন্যকেও সুস্থ্য রাখুন।
সূত্র: প্রেস নারায়ণগঞ্জ
Discussion about this post