করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বে আরও ভয়বহ পরিস্থিতির সৃষ্টি হবে বলে হুশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।এরই মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এক লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে প্রায় ২৫ লাখ মানুষ।খবর ইয়াহু নিউজের।
তবে সাড়া ৬ লাখেরও বেশি মানুষ সুস্থ হলেও চরম বিপর্যয় আসতে এখনও বাকি বলে বিশ্ববাসীকে সতর্ক করেছে ডব্লিউএইচও।জেনেভায় সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস সোমবার সাংবাদিকদের বলেন, ‘বিশ্বাস করুন, আরও ভয়ানকদিন সামনে অপেক্ষা করছে। আসুন একসঙ্গে সেই পরিস্থিতি ঠেকাই। এটা এমন একটা ভাইরাস, যা এখনও মানুষ বুঝতে পারছে না।’পৃথিবীর প্রায় সব দেশে ছড়িয়ে পড়েছে করোনা। সংক্রমণ রোধে দেশে দেশে লকডাউন, জরুরি অবস্থা, কারফিউসহ অবরুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।তবে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোতে গত কয়েকদিনে মৃত্যুর হার কমে আসায় বিভিন্ন দেশ অবরুদ্ধ অবস্থা শিথিল করতে শুরু করেছে, এই পরিস্থিতিতে এমন কঠোর সতর্কতা দেন তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস।এদিকে যুক্তরাষ্ট্র, ব্রাজিলসহ অনেক দেশের সরকার লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছে।এ নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে টানাপোড়েন সৃষ্টি হয়েছে তাদের।গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে লকডাউন তুলে নেয়ার পক্ষে বিক্ষোভও হয়েছে, যাদের পেছনে সরকারের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ আছে। এরপরই ডব্লিউএইচও প্রধানের এই হুঁশিয়ারি এলো। সুত্র- যুগান্তর
আরো পড়ুন-রান্নার স্বাদ বাড়াতে ধনেপাতা ব্যবহার করা হয়। তবে আমরা অনেকেই জানি না যে, এই পাতার রয়েছে অনেক ওষুধিগুণ।শরীরের বিভিন্ন অসুখ দূর করতেও এর জুড়ি মেলা ভার! আসুন জেনে নিই ধনেপাতার স্বাস্থ্যগুণ সম্পর্কে-
১. লিভার বা যকৃতকে সুস্থ রাখতে ধনেপাতা অত্যন্ত উপকারী একটি ভেষজ উপাদান।২. ধনেপাতা শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল কমিয়ে উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে।
৩. ডায়াবেটিস আক্রান্তদের জন্য ধনেপাতা খুবই উপকারী। ধনেপাতা রক্তে ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে আর রক্তের শর্করাও নিয়ন্ত্রণে রাখে। তাই ডায়াবেটিস রোগীরা এ পাতা খেতে পারেন।৪. ধনেপাতার মধ্যে আয়রন থাকে। তাই রক্তস্বল্পতা রোধে সাহায্য করে এই খাবার।
৫. ধনেপাতার মধ্যে অ্যান্টিসেপটিক উপাদান থাকায় তা শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে। এর অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান বিভিন্ন চর্মরোগ কমায়।৬. দাঁত মজবুত করতে ও মাড়ির সুস্থতায় ধনেপাতা অত্যন্ত কার্যকর একটি ভেষজ।৭. ধনেপাতার মধ্যে সিনিওল এসেনসিয়াল অয়েল এবং লিনোলিক অ্যাসিড থাকে, যা শরীরের পুরনো ব্যথা কমাতে সাহায্য করে।তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা
Discussion about this post