চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়রের উদ্যোগে ইউনিট আওয়ামী লীগের মাঝে উপহার সামগ্রী বিতরণ শুরু।
করোনা ভাইরাস সংক্রমণের এই দুর্যোগ সময়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের পক্ষ থেকে ইউনিট আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ শুরু হয়েছে।
মহানগর আওয়ামী লীগের পরিচালনায় নগরীর ১২৩ টি ইউনিট কমিটির নেতাকর্মীদের মাঝে এই উপহার সামগ্রী প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে নগরীর ৩৯ নং, ৪০ নং ও ৪১ নং ওয়ার্ড আওতাধীন ইউনিট আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করা হয়। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন কার্যক্রম উদ্বোধন করেছেন। কার্যক্রমের আওতায় প্রতিটি ওয়ার্ডে ১৫০ জন নেতাকর্মীকে এই উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে।
এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহসভাপতি এড ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ,চৌধুরী হাসান মাহমুদ হাসনি,কোষাধ্যক্ষ আবদুচ সালাম, আইন বিষয়ক সম্পাদক এড শেখ ইফতেখার সাইমুল চৌধুরী,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, কাউন্সিলর সালেহ আহমদ চোধুরী, কাউন্সিলর জয়নাল আবেদীন, কাউন্সিলর জিয়াউল হক সুমনসহ সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post