চট্টগ্রাম জেলা কর্ণফুলী উপজেলায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের কর্ণফুলী ডকইয়ার্ডের সংলগ্ন বাড়ির বাসিন্দা ৬৫ বছর বয়সী একজন নারী।
গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাতে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষায় ওই নারীর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। রাতে আক্রান্ত রোগীকে বাড়ি থেকে নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে এবং তাঁর বাড়ি লকডাউন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. নোমান হোসেন সিটিনিউজ টিভিকে বলেন, কর্ণফুলীর ওই নারী আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়। ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষার পর তিনি ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন।
ওই নারীর পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারজনিত রোগেও ভুগছেন । নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে বেশকিছু দিনধরে চিকিৎসাধীন ছিলেন। দুইদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেন।
জানতে চাইলে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, আক্রান্ত নারীর বিষয়ে সিএমপি হেডকোয়ার্টার থেকে জানানো হলে মঙ্গলবার ভোর চারটার দিকে এ্যাম্বুলেন্সে করে তাঁকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে। আক্রান্ত রোগীর বাড়িসহ আশপাশের ২০ বাড়ির ৬৫ পরিবারকে লকডাউন করা হয়েছে। এদিকে, একটি ডকইয়ার্ড ও একটি ব্যাটারিচালিত রিকশার গ্যারেজও লকডাউন করা হয়েছে।
Discussion about this post