শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল”হাজী শফিউল আলম মৃত্যুতে গভীর শোক প্রকাশ
আজ সকালে চট্টগ্রাম ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রবীণ আওয়ামীলীগ নেতা হাজী শফিউল আলম হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসাবে, সবসময় দলের নীতি ও আদর্শ বাস্তবায়ন করতে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ডাকে সকল আন্দোলন সংগ্রামে তিনি নিবেদিতপ্রাণ ছিলেন। এই ত্যাগী নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এঁদের আন্দোলন সংগ্রাম ত্যাগের ফলেই অসহযোগ আন্দোলনের সময় বন্দর অবরোধ সহ কঠিন কর্মসূচির মাধ্যমে খালেদা সরকারের পতন হয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ ২১বছর পর রাষ্ট্রক্ষমতা লাভ করে।
কোটি টাকা দামের গাড়ি, বাড়ি, আর রাষ্ট্রীয় সুযোগ সুবিধার লোভ এঁদের কখনই স্পর্শ করতে পারেনি। এঁরাই ছিলেন বঙ্গবন্ধু কন্যার তৃণমূল, এঁরাই আছেন, এঁরাই থাকবেন।
Discussion about this post