চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার শোক প্রকাশ”কনস্টেবল জসীম উদ্দিন করোনায় মৃত্যুতে
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, করোনা মোকাবিলায় মাঠ পর্যায়ের প্রধান সম্মুখ যোদ্ধা বাংলাদেশ পুলিশের এক গর্বিত
সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী থানার কনস্টেবল জসীম উদ্দিন( বয়স ৪০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তিনি দুই মেয়ে, এক ছেলের বাবা।
করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা এই মহান পুলিশ সদস্যের আত্মার মাগফেরাত কামনা সহ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম মহোদয় কনস্টেবল জসীম উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন ‘করোনা-যুদ্ধে কনস্টেবল জসিম উদ্দিনকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবো আমরা।
দেশমাতৃকার সেবায় তার এমন আত্মত্যাগে বাংলাদেশ পুলিশ গর্বিত
Discussion about this post