বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দপ্তর সম্পাদক অধ্যাপক ডা. মো. শহিদ উল্লাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সারাদেশে এ পর্যন্ত ৩৬০ জন চিকিৎসক ও ১৭৯ জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ২৯৩ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।
এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) ৩১৪ জন চিকিৎসকসহ নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর পাশাপাশি চিকিৎসাসেবায় নিয়োজিতদের মধ্যে মোট আক্রান্ত সংখ্যা ছিল ৭২৭ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত সংখ্যা বেড়েছে ১০৫ জন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা হয়েছে ১৬৩ জন। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৬৪১ জন। মোট আক্রান্ত হয়েছেন সাত হাজার ১০৩ জন। এ দিন সুস্থ হয়েছেন ১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫০ জন
Discussion about this post