করোনা কারণে খাদ্য সংকট মোকাবিলায় একযোগে কাজ করবে ঢাকা-দিল্লি

করোনাভাইরাসের(কভিড-১৯) কারণে খাদ্য সংকট মোকাবিলায় ঢাকা-দিল্লি একযোগে কাজ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনালাপে হয়েছে এই ঐকমত্য।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী মোদি বুধবার বিকেলে ফোন করে শেখ হাসিনাকে নববর্ষ ও রমজানের শুভেচ্ছা জানান। এসময় দুই দেশের সরকারের খাদ্য উৎপাদন বাড়াতে নেয়া পদক্ষেপ নিয়ে কথা বলেন তারা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফ্যান লোফভেন। তিনি শেখ হাসিনাকে বলেন, সুইডেন তৈরি পোশাকের ক্রয় আদেশ বাতিল করবে না।

এসময় শেখ হাসিনা স্টেফ্যানকে জানান, করোনার কারণে স্থবিরতা থাকলেও নির্দিষ্ট সময়েই আন্তর্জাতিক ক্রয়াদেশ অনুযায়ী রফতানি সম্ভব হবে।

দুই সরকার প্রধানের কথপোকথনে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিষয় বিশেষ করে তৈরি পোশাকখাত প্রাধান্য পায়। এ সময় করোনাভাইরাসের কারণে স্থবিরতা থাকলেও নির্দিষ্ট সময়ে আন্তর্জাতিক ক্রয়াদেশ অনুযায়ী পোশাক রপ্তানি সম্ভব হবে বলে আস্বস্ত করেন শেখ হাসিনা। সুইডিস প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে পোশাক আমদানি অব্যাহত থাকবে।

 

তাদের কথোপকথনে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলার বিষয় নিয়েও আলোচনা হয়। এ সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা।