চট্টগ্রাম বন্দরের কর্মীরা ত্রাণ তহবিলে ১ দিনের বেতন দিলেন”

এপ্রিল মাসের বেতন থেকে বন্দরের প্রায় ৬ হাজার কর্মীর ১ দিনের বেতন বাবদ ২৯ লাখ ৪২ হাজার ২০৪ টাকা তহবিলের হিসাবে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ।

এর আগে নৌ পরিবহন মন্ত্রাণালয়ের মাধ্যমে বন্দরের তহবিল থেকে ২৫ কোটি টাকা অনুদান দেওয়া হয়।

শুক্রবার (১ মে) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্দরের সব কর্মকর্তা-কর্মচারীর ১ দিনের বেতন অনুদান হিসেবে জমা দিয়েছে কর্তৃপক্ষ।