চট্টগ্রাম জেলা প্রশাসনের দুই দফা অভিযানের পর এখন আবারও ১০০ টাকা কেজিতে মিলছে মাল্টা। রোজা শুরুর দু’দিন আগে এক লাফে সে দাম ১৮০ টাকায় গিয়ে ঠেকেছিল।
রোববার (৩ মে) চট্টগ্রামের সবচেয়ে বড় ফলের আড়ত ফলমুণ্ডি পরিদর্শনের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘দেশের অন্যতম বৃহৎ ফলের আড়ত ফলমুণ্ডিতে আজ তৃতীয় দফা অভিযানে যায় জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম।
এর আগে ২৯-৩০ এপ্রিল যে মাল্টা পাইকারিতে ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছিল, তা আজ ১০০ টাকায় বিক্রি হচ্ছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) চট্টগ্রামের সবচেয়ে বড় ফলের আড়ত ফলমুণ্ডিতে মাত্রাতিরিক্ত দামে মাল্টা বিক্রির প্রমাণ পায় জেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সে সময় বেশি দামে মাল্টা বিক্রির দায়ে আট ব্যবসায়ীকে এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।