পুলিশের একটি সূত্র জানিয়েছে পুরো বাংলাদেশে ৮৫৪ জন পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত। এই সংখ্যা গতকাল (শনিবার) ছিল সাড়ে সাতশোর কাছাকাছি। অর্থাৎ একদিনের ব্যবধানে একশোর বেশি পুলিশ সদস্যের করোনাভাইরাস ধরা পড়েছে। কেবল ঢাকা শহরে যারা কর্মরত তাদের মধ্যে প্রায় সাড়ে চারশো পুলিশ সদস্যের কোভিড-১৯ ধরা পড়েছে।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা ৮৭৯০ জন। অর্থাৎ মোট আক্রান্ত মানুষের ১০ শতাংশই পুলিশ সদস্য। শুধু বাংলাদেশ না বিশ্বব্যাপী লকডাউন বা এই ধরণের কড়াকড়ি আরোপ করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী নানা বাহিনী। বাংলাদেশ পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র থেকে জানা যায় ২রা মে পর্যন্ত পুলিশের প্রায় সাড়ে সাতশো সদস্যের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে মারা গেছেন পাঁচ জন।
তিনি জানান, বিভিন্ন সীমাবদ্ধতা থাকলেও পুলিশ সদস্যদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছেন তারা। পুলিশ সদস্যদের শারীরিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নের বিষয়টি নিয়েও তারা কাজ করছেন বলে জানান।- বিবিসি বাংলা
Discussion about this post