সোমবার (২ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সীতাকুণ্ডে প্রাইম মুভার ট্রেইলার চালক শাহজাহান সাজুর খুনিদের গ্রেফতারের দাবিতে কর্মবিরতি পালন করছেন প্রাইম মুভার চালক ও শ্রমিকরা। এর ফলে চট্টগ্রাম বন্দর, ১৯টি ইনল্যান্ড কনটেইনার ডিপো (অফডক), তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্প-কারখানার কনটেইনার পরিবহন কার্যত বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, আমাদের সহকর্মীর খুনিদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কর্মবিরতির ঘোষণা দিয়েছি। আমরা কাউকে বাধা দিচ্ছি না। সবাই স্বেচ্ছায় কর্মবিরতি পালন করছেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, বেসরকারি প্রাইম মুভার চালকরা কর্মবিরতি পালন করছেন। বন্দরের অভ্যন্তরে জেটিতে কার্গো হ্যান্ডলিং, ডেলিভারি, বহির্নোঙরে লাইটারিং স্বাভাবিক রয়েছে।
Discussion about this post