ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণে শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। যারা দলীয় পরিচয়ে অনিয়ম করবে তাদের স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের শুদ্ধি অভিযান এখনো চলমান।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঈদ শপিং না করে এর অর্থ অসহায় জনগণের মাঝে বণ্টনের নির্দেশ দেয়া হয়েছে। তখন বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে ত্রানের পরিবর্তে দলীয় নেতাকর্মীদের ঈদ উপহার বিতরণ করছে। যা জনগণের দুঃখ-দুর্দশার সঙ্গে উপহাসের শামিল।
ওবায়দুল কাদের আজ তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, করোনা বিস্তার রোধ করতে সরকার চিকিৎসা ক্ষেত্রেও সক্ষমতা বাড়িয়েছে। সম্মুখ সারিতে তারুণ্যের শক্তি হিসেবে নতুন ডাক্তার ও নার্স যুক্ত হওয়ায় করোনা প্রতিরোধ লড়াইয়ে নতুন গতির সঞ্চার হয়েছে।তিনি আরও বলেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে, শেখ হাসিনার সরকার কঠোর অবস্থানে রয়েছে ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণে।
যারা অনিয়ম করবে দলীয় পরিচয়ে তাদের স্মরণ করিয়ে দিতে চাই, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার শুদ্ধি অভিযান এখনও চলমান। দেশ যখন করনোর করালগ্রাসে বিপর্যয় তখন জনগণের প্রত্যাশা ছিল বিএনপি ত্রাণ সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়াবে।
ওবায়দুল কাদের আরও বলেন, গরিব অসহায় মানুষের জীবন জীবিকার জন্য সরকার সাধারণ ছুটি কিছু কিছু ক্ষেত্রে শিথিল করেছে। দুর্ভাগ্যজনক যে, প্রথম দিন থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় শারীরিক ও সামাজিক দূরত্ব বিষয়টি অনেকেই উপেক্ষা করেছেন। দোকান-পাট ও ব্যবসা কেন্দ্র স্বাস্থ্যবিধি ঠিকমত মেনে চলা হচ্ছে না।
এই উপেক্ষা প্রকারন্তরে নিজেদের এবং আশপাশের জন্য বিপদ ডেকে আনবে। আমাদের ভুলে গেলে চলবে না, সবচেয়ে সাফল্যের দাবিদার যে দেশটি সেই দক্ষিণ কোরিয়া দ্বিতীয় পর্যায়ে আক্রমণ শুরু হয়েছে এ পর্যায়ে দেশটির সরকারকে আবারো লকডাউনের পথে যেতে হচ্ছে।
Discussion about this post