করোনাভাইরাস সংক্রমণের দুর্যোগে শিশু সন্তানকে দাদার বাড়িতে পাঠিয়ে দিয়ে রোগীদের সেবা দিচ্ছেন চিকিৎসক দম্পতি ডাঃসুজাউদ্দৌলা রুবেল ও ডাঃসাজেদা বেগম পলিন। এরই মধ্য ডা. সাজেদা বেগম পলিন ‘করোনাযুদ্ধের জেনারেল’ উপাধিতে ভূষিত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক গত ৬ মে চট্টগ্রাম বিভাগের ১৪ জন স্বাস্থ্য কর্মকর্তাকে করোনাভাইরাস যুদ্ধের ‘জেনারেল’ হিসেবে উপাধি দেয় বলে জানিয়েছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ।
ডাঃ সুজাউদ্দৌলা রুবেল ও তার সহধর্মিনী ডাঃ সাজেদা বেগম রোগীদের সেবায় দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাদের একমাত্র সন্তানকে তার দাদা-দাদির কাছে রেখে তারা করোনা নামক যুদ্ধে নেমে পড়েছেন। ডা. সুজাউদ্দৌলা রুবেল ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও)।ডা. সাজেদা বেগম পলিন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
এ হাসপাতাল কর্তৃপক্ষ ডা. সুজাউদ্দৌলা রুবেলকে করোনাভাইরাস বিষয়ক ‘ফোকাল পারসন’ ও মেডিকেল টিমের প্রধান হিসেবে মনোনীত করেছে। চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, এ চিকিৎসক দম্পতি শহরের আলাদা আলাদা প্রতিষ্ঠানে কাজ করলেও কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা, নমুনা সংগ্রহ ও সচেতনতায় শুরু থেকে সক্রিয় রয়েছেন।