ছেলের পর মহিউদ্দিনের স্ত্রী হাসিনা মহিউদ্দিন করোনায় আক্রান্ত

চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিনের স্ত্রী হাসিনা মহিউদ্দিনের শরীরেও নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের বাসার দু’জন কর্মচারীও করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) রাতে চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় এই তিন জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

 

হাসিনা মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর মহিলা লীগের সভাপতি। তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা। হাসিনা মহিউদ্দিনের ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরীর শরীরেও গত ১০ মে নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

 

বিআইটিআইডি’র করোনা শনাক্তকরণ ল্যাবের ইনচার্জ ডা. শাকিল আহমেদ সারাবাংলাকে বলেন, ‘উপমন্ত্রী মহোদয়ের পরিবারের আট জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদের মধ্যে তার মা-সহ তিন জন করোনা পজিটিভ।’

 

উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ব্যক্তিগত সচিব নাজমুল হক শিকদার সারাবাংলাকে জানান, আক্রান্ত তিন জনের মধ্যে বাকি দু’জনের একজন ১৮ বছর বয়সী নারী গৃহকর্মী এবং আরেকজন ৫০ বছর বয়সী পুরুষ কর্মচারী।

 

তিনি জানান, প্রায় ৬০ বছর বয়সী হাসিনা মহিউদ্দিনসহ আক্রান্তরা নগরীর চশমাহিলের মেয়র গলিতে তাদের বাসায় আছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত সব বিধি মেনে সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন তারা।