চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডি, সিভাসু এবং চমেকে ৩৯৪ নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও ৬১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
বৃহস্পতিবার রাতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, বৃহস্পতিবার চট্টগ্রাম বিআইটিআইডিতে ২৫৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৩ টি পজিটিভ। মহানগরসহ চট্টগ্রামে মোট ২৯টি পজিটিভ। যার মধ্যে মহানগরের ২৬ জন, উপজেলার ৩ জন আছেন। এছাড়া ভিন্ন জেলায় ৪ জন রয়েছেন।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে (সিভাসু) ৭১ টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৭ টি পজিটিভ। চট্টগ্রাম জেলায় ৬ জন, সবাই পাটিয়া উপজেলার বাসিন্দা। এছাড়া সিভাসুর ল্যাবে ভিন্ন জেলার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬ টি নমুনা পরীক্ষা করা হয় বৃহস্পতিবার। এরমধ্যে চট্টগ্রামের ২৬ টি পজিটিভ। মহানগর এলাকায় ২৫ টি ও উপজেলায় ১ টি।
এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ৩০ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩০ টিই নেগেটিভ এসেছে।
Discussion about this post