দেশের মানুষ যদি আরো সচেতন না হয়। তাহলে করোনাভাইরাস রুগিদের সেবা দেওয়ার জন্য।কোন একদিন থাকবেনা ডা. ” লাশ নেওয়ার জন্য থাকবেনা পুলিশ।
অনলাইনও কাগজের পাতায় লাশের খবর প্রচারে থাকবে না সংবাদ কর্মী।আমরা সচেতন থাকবো।গুজবে কান দিবনা।
দেশ ও দেশের মনুষকে সুরক্ষিত রাখবো।
বাংলাদেশকে ভালো বাসবো।
সরকারের নির্দেশ মেনে চলবো।
আমরা অসহায় সংবাদ কর্মী। দেশের সংবাদ লিখতে আর পড়তে” চোখ” জীবন ”অর্থ সব শেষ করে দিলাম’
”’বিনিময় কিছুইতো পেলাম না”না”না”না”না”না”
তবুও দেশের প্রতিদিনের সংবাদ লিখতে থাকবো।তবে সহকর্মীদের কাছে ক্ষমা ছাড়া কি চওয়ার আছে।,
যে হারে শনাক্ত হচ্ছে,করোনা আগামীর তালিকায় হয়ত আমার নামও থাকতে পারে।
হয়ত সাক্ষাত করার সুযোগ নাও হতে পারে। সবার কাছে দোয়াও ভালো বাসা রইল।
আল্লাহ তুমি আমাদের কে” বাংলাদেশ ও সারা বিশ্বকে হেফাজত কর। সাপ্তাহিক আজকের সত্য সংবাদ ”অনলাইন আজকের সত্য সংবাদ ও অনলাইন মুক্তখবর24.কম ।
প্রকাশক/ সম্পাদক/ অনলাইন টিভি www.16BANGLA.TV ”পরিচালক ” মোঃহারুন অর রশিদ”