করোনা:গত ২৪ ঘন্টায় দেশে রেকর্ড ২২ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় রেকর্ড ২২ জনের মৃত্যু হয়েছে। আর, নতুন আক্রান্ত হিসেবে একদিনে সর্বোচ্চ ১৭৭৩ জন শনাক্ত হয়েছেন।

গত বছরের ৩১শে ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ই মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় গত ১৮ই মার্চ। এরপর থেকে প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা।

দেশে গত ২৬শে মার্চ থেকে সাত ধাপে ৩০শে মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সারা দেশে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।