চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) চট্টগ্রামের চিকিৎসক, র্যাব ও ২ মাসের শিশুসহ ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে ১০ জন নগরের এবং চট্টগ্রামের চার উপজেলার ১২ জন। শনাক্তদের মধ্যে একজন পুরাতন রোগী রয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) রাতে বিআইটিআইডির ল্যাব সূত্র জানা যায়।
চট্টগ্রাম মহানগরের ১০ জন হলেন, র্যাব-৭ সদস্য পুরুষ বয়স (৩১), সবুজবাগ পুরুষ বয়স (৩৬), শেরশাহ কলোনি পুরুষ বয়স (৪০), হালিশহর পুরুষ বয়স (৫২), কোরবানিগঞ্জ পুরুষ বয়স (৪৬), পুলিশ পুরুষ বয়স (৩০), হালিশহর পুরুষ বয়স (৭৪), সাগরিকা মহিলা বয়স(৪৫) ও বিআইটিআইডি ২ মাসের শিশু।
উপজেলাগুলো মধ্যে সন্দীপ উপজেলার তিনজন পুরুষ বয়স যথাক্রমে ,২৬,৩০ ও ৪২। হাটহাজারী উপজেলার ৬ জন। তার মধ্যে একজন মহিলা বয়স (২৮)। একজনের বয়স জানা যায়নি। বাকি চারজনের বয়স যথাক্রমে,২ ২৫,৩০,৫৭ ও ৩৪। সীতাকুন্ড উপজেলার বারককুন্ড পুরুষ বয়স (২৬)। রাউজান উপজেলার ২ জন পুরুষ বয়স যথাক্রমে ৪৪ ও ৪০।