চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার রাত ৯ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷
মৃত মাজহারুল ইসলাম চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর ।
মাজহারের স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহমেদ।
তিনি বলেন, ‘মাজাহার হার্টের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। পরে স্বস্ত্রীক চিকিৎসার জন্য ঢাকায় যান। সেখানে টেস্ট করার পর দুজনেরই করোনা পজিটিভ আসে। রাতে মাজহার মারা গেছেন এবং তার স্ত্রী এখনও সেখানে চিকিসাধীন আছেন।
Discussion about this post