করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে স্বাস্থ্য পরিচালক আইসোলেশনে

চট্টগ্রামে এবার করোনা উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।

 

এ পরিস্থিতিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

মঙ্গলবার (২৬ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (পার-২) শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

 

এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ঈদের একদিন আগে থেকে আইসোলেশনে আছি। জ্বর, কাশি থাকায় করোনা টেস্ট করিয়েছি। তবে রেজাল্ট এখনও আসেনি। অসুস্থতার বিষয়টি গতকাল মন্ত্রণালয়ে জানিয়েছিলাম। আজকে আদেশ এসেছে।