চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৫ বছর বয়সি এক যুবক মারা গেছেন।
মঙ্গলবার (২৬ মে) ভোর রাতে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের নিজ বাসায় এই যুবকের মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, কয়েকদিন আগে এই যুবকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তিনি নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। এই অবস্থায় আজ ভোরে তিনি মারা যান। সকালে স্বাস্থ্য বিধি মেনে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।