করোনায় আরব আমিরাতে বোয়ালখালী প্রবাসীর মৃত্যু

মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলার এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

২৩ মে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

 

মৃত প্রবাসীর নাম উকিল আহমেদ (৪৫)। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর ভারাম্ভাঘাট এলাকায়।

তাঁর মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মো. হাছান চৌধুরী নিশ্চিত করেছেন।

 

উকিল আহমদের প্রতিবেশি মো. মহিউদ্দিন জানান, উকিল আহমদ আরব আমিরাতে মোছাফ্ফায় কাজ করত। গত এক বছর আগে তিনি বাড়িতে আসেন। গত এক সপ্তাহ যাবৎ তিনি প্রবাসে জ্বরে আক্রান্ত ছিলেন।

 

পরে আরব আমিরাতের মোছাফ্ফায় একটি হাসপাতালে তিনি ভর্তি হন। ওখানেই করোনা টেস্টে তাঁর শরীরে করোনা পজিটিভ আসে। গত তিনদিন আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তার পরিবারকে মঙ্গলবার (২৬ মে) জানানো হয়।

মৃত উকিল আহমদ এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক