ডা.জাফরুল্লাহ চৌধুরী‘সুস্থ আছি, বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করবেন না’

জীবনঘাতী করোনাভাইরাস শনাক্তের পর আইসোলেশনে থাকা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এখন শারীরিকভাবে ভালো ও সুস্থ আছেন।

 

মঙ্গলবার (২৬ মে) সকালে তিনি গণমাধ্যমকে বলেন, এখন শারীরিকভাবে ভালো ও সুস্থ আছি।এখন পর্যন্ত আমি শারীরিকভাবে আলাদা কোনো সমস্যা বা জটিলতা অনুভব করছি না। এ বিষয়ে কোনো বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ না করার জন্যে সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।

 

তিনি বলেন, অসুস্থতা কোনো অস্বাভাবিক বিষয় না। যেকোনো মানুষেরই রোগ হতে পরে। আমারও করোনা শনাক্ত হয়েছে। আমরা কাজ করছি মানুষের জন্য। দোয়া করবেন, যাতে দ্রুত সম্পূর্ণ করোনামুক্ত হয়ে মানুষের সেবা করতে পারি।