দেশবাসীকে পবিত্র ঈদ শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক

দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

 

পরশ ও নিখিল বলেন, কুরআন নাজিলের মাস পবিত্র রমাদান আমাদের নিকট থেকে বিদায় নিচ্ছে। এক মাস সিয়াম সাধনার পর আসছে খুশির ঈদ।

 

করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণে মানুষ যখন দারুণভাবে ক্ষতিগ্রস্ত, ঠিক সেই মুহূর্তে ঈদ-উল-ফিতরের আগমন। এ পরিস্থিতিতে আমরা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।

 

করোনা ভাইরাসের সংক্রমণরোধে দেশব্যাপি লকডাউনের ফলে সৃষ্ট বিপর্যয়কর পরিস্থিতিতে পরস্পরের সহযোগিতার মাধ্যমে এবারের ঈদ-উল-ফিতর উদযাপন করার জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি।

 

ঈদের সালাত আদায় ও ঈদ উদযাপনের জন্য স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব ও এ সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিকা মেনে চলতে আহবান জানান।
পাশাপাশি মহামারি থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করার অনুরোধ জানান।