চট্টগ্রাম করোনা আক্রান্তদের তালিকা প্রকাশ,সর্বোচ্চ কোতোয়ালি সর্বনিম্ন কর্ণফুলী

চট্টগ্রাম মহানগর এলাকার করোনা আক্রান্ত ব্যক্তিদের থানা ভিত্তিক সংখ্যা উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যলয় ।

 

ওই তালিকায় চট্টগ্রাম মহানগর এলাকার ১৬ থানা মিলিয়ে এখন পর্যন্ত ৯১২ জনের সংখ্যা উল্ল্যেখ করা হয়েছে  । সেগুলো নিম্নে দেওয়া হলঃ

 

১- চকবাজার থানা এলাকায় ৩৭ জন, ২- কোতোয়ালি থানা এলাকায় ১৩৫ জন, ৩- চান্দগাও থানা এলাকায়- ৪৭, ৪- পাঁচলাইশ থানা এলাকায় ৭৭ জন, ৫- খুলশী থানা এলাকায় ৯০ জন, ৬- বন্দর থানা এলাকায় ৬২ জন, ৭- ডবলমুরিং থানা এলাকায় ৬৫

 

জন, ৮- কর্ণফুলী থানা এলাকায় ২১ জন, ৯- হালিশহর থানা এলাকায় ৭৫ জন, ১০- বাকলিয়া থানা এলাকায় ৪১ জন, ১১- বায়েজিদ থানা এলাকায় ৩০ জন, ১২- আকবর শাহ্‌ থানা এলাকায় ৪৫ জন, ১৩- পতেংগা থানা এলাকায় ২৯ জন, ১৪- পাহাড়তলী থানা এলাকায় ৫৩ জন, ১৫- ইপিজেড থানা এলাকায় ৭০ জন এবং ১৬- সদরঘাট থানা এলাকায় ৩৫ জন মিলিয়ে সর্বমোট ৯১২ জন ।

 

এর আগে , ২২মে শুক্রবার , এই তথ্য প্রকাশ করেন চট্টগ্রাম সিভিল সার্জন ফজলে রাব্বি ।

 

উল্লেখ্য, চট্টগ্রামের বিআইটিআইডিতে আজ নতুন করে ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে চট্টগ্রাম মহানগরের ১০ জন। চট্টগ্রামের বিভিন্ন উপজেল ১০ জন ।

 

চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয়ে ৬৯ টি নমুনা পরীক্ষা করা হয় । তার মধ্যে সবটি নেগেটিভ রিপোর্ট পাওয়া যায় ।

 

কক্সবাজার মেডিক্যাল কলেজ হাপাতালে নমুনা পরীক্ষার সবকটি রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।

 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাঁসপাতালে ১২৯ টি নমুনা পরীক্ষা করা হয় । তারমধ্য মহানগর এলাকার ৬৭ টি সহ ৭০ টি পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।