বিশিষ্ট সমাজ সেবক, নিঃস্বার্থ দানবীর, খুব উদার মনের মানুষ , ফোর জুয়েল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আহম্মেদ শরীফ ”প্রকাশ (বেদু সওদাগর) ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বন্দর নগরীর চট্টগ্রাম ৩৮নং ওয়ার্ডের এক জন সৎ আদর্শ বান বিশিষ্ট সমাজ সেবক নিঃস্বার্থ দানবীর, ভালো মনের এক জন মানুষ,।ফোর জুয়েল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আহম্মেদ শরীফ” চট্টগ্রাম নগরীতে তিনি ”প্রকাশ” (বেদু সওদাগর) নামে এলকার মানুষের কাছে জনপ্রিও ছিলেন।
আজ বুধবার ২৭ মে সন্ধ্যা ৭ টা ৩০ মিঃ সময় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাহার মৃত্যুর খবর শুনে এলাকার মানুষ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।, এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক,,,,আমিন ।
আজ রাত ১২ টার সময় তাহার জানাযা সম্পুর্ন করে পারিবরিক কবরস্থানে দাপন সম্পুর্ন করা হবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
এবং আমাদের” সাপ্তহিক আজকের সত্য সংবাদ পত্রিকা/ অনলাইন আজকের সত্য সংবাদ/ অনলাইন মুক্তখবর24.কম / 16banglatv র পরিবারের পক্ষ থেকে জনাই গভীর শ্রদ্ধা। আল্লাহ যেন তাহাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন আমীন।
শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
সবাই সুস্থ থাকবেন সচেতন থাকবেন ” নিরাপদে থাকবেন” আল্লাহ সবাইকে রহমত দান করুন আমীন।
Discussion about this post