কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আজমতপুর ইটাখোলা মহাসড়কের বাঙ্গালগাঁও নামক স্থানে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধক্কা লেগে অমি (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।

মঙ্গলবার (২৬ মে) রাত ১১ টার দিকে আজমতপুর -ইটাখোলা মহাসড়কের বাঙ্গালগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত অমি নর্থসাউথ ইউনিভারসিটি এমবিএ’র ছাত্র ও পশ্চিম জয়দেবপুর আনোয়ারের ছেলে।

আহতরা হলো শাকের (২৪) ও কান্তা (২৫)। কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মুহাম্মদ আলী জিন্নাহ সত্যতা নিশ্চিত করে বলেন, অাজমতপুর-ইটাখোলা মহাসড়ক দিয়ে প্রাইভেট কার যোগে গাজীপুর থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে বাঙ্গালগাঁও মাস্টার বাড়ি এলাকায় মঙ্গলবার রাত এগারোটার দিকে প্রাইভেট কারটি উল্টে যায়।

এতে অমি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছে। আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।