তৈয়বুর, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপি লকডাউনে মসজিদে মুসল্লী সমাগম কম হওয়ায় মসজিদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে প্রধানমন্ত্রীর উপহার পাঁচ হাজার টাকা হারে অনুদানেরর চেক বিতরণ করা হয়।
রবিবার (৩১ মে) দুপুরে গাজীপুর-৫ নির্বাচনী এলাকা বাড়িয়া ইউনিয়নের সভাকক্ষে গাজীপুর সদর উপজেলার আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় মসজিদের ইমাম ও পরিচালনা কমিটির সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন কেন্দ্রীয় অা’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
এ সময় কেন্দ্রীয় অা’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেন-করোনা’র প্রাদুর্ভাব মোকাবেলায় জনপদে লকডাউন ঘোষণা এবং মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায়ে সরকারের বিধি-নিষেধে মসজিদে মুসল্লি সংখ্যা কমে যায়।
ফলে মসজিদ সমূহে দান-অনুদান ব্যাহত হয়। যার ফলে প্রধানমন্ত্রী সকল মসজিদে দৈনন্দিন ব্যয় নির্বাহ করার লক্ষে এলাকার শতাধিক মসজিদে ইমাম ও পরিচালনা কমিটির সদস্যদের হাতে প্রধানমন্ত্রীর ৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়
Discussion about this post