পুলিশ কনেস্টেবলের করোনায় মৃত্যু ‌

নভেল করোনা ভাইরাস উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মৃত্যুবরণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ২৮ বছর বয়সী এক সদস্য। 

 

আজ সোমবার সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কন্সটেবল হিসেবে কর্মরত ছিলেন ২৮ বছর বয়সী এ পুলিশ সদস্য।

 

বিষয়টি  নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ কমকর্তা আবু বকর সিদ্দিক।

সিএমপি জানান, মৃত্যুবরণকারী পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হবার জন্য মৃত্যুর পর তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

 

রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।

 

পুলিশ কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, সিএমপির দামপাড়া পুলিশ লাইনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে মারা যাওয়া পুলিশ সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়।

 

 

যেখানে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। জানাজা শেষে দাফনের জন্য সিএমপি’র ব্যবস্থাপনায় তাঁর মৃতদেহ গ্রামের বাড়ি ফেনীর পরশুরাম এলাকায় প্রেরণ করা হয়।

 

তিনি ২০১২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন বলেও জানান আবু বকর সিদ্দি