তৈয়বুর, কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়নের কৃষকের ২ হাজার কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির বীজ বিতরণ করেছেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
সোমবার সকালে উপজেলার পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে ঢেঁড়শ, ডাটা শাক ও পুঁই শাক সহ বিভিন্ন জাতের বীজ কৃষকের মাঝে বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
বর্ষা মৌসুমে কৃষকরা যাতে পতিত জমিতে সবজি চাষ করতে পারে সেই লক্ষে উপজেলার ৭ টি ইউনিয়নে ২ হাজার কৃষকের মাঝে ভিন্ন কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয় বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু নাদির। এ সময় উপস্থিত
ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, আ’লীগের সাধারণ সম্পাদক এইচ.এম. আবু বক্কর চৌধুরী, ভাইস চেয়ারম্যান এড. মাকসুদ-উল আলম খান, পৌর আ’লীগের সভাপতি এস.এম রবিন হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, রিপাটার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম খন্দকার প্রমুখ।
Discussion about this post