তৈয়বুর, কালীগঞ্জ (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ৫১৮টি মসজিদের মাঝে ৩৬১ টি মসজিদের ইমাম কে প্রধান মন্ত্রীর আর্থিক অনুদানের ১৮,০৫,০০০/- টাকার চেক বিতরণ করেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামী ফাউন্ডেনের সহযোগিতায় সোমবার বিকালে উপজেলার আজমতপুর আদর্শ স্কুল এন্ড কলেজ’র সভা কক্ষে একটি পৌরসভাসহ উপজেলার ৭ টি ইউনিয়নের ৩৬১ টি মসজিদের ইমামদের কে প্রধান মন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিকের সভাপত্তিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিেেলন-কেন্দ্রীয়
আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, আ’লীগের সাধারণ সম্পাদক এইচ.এম. আবু বক্কর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান- এড. মাকসুদ উল-আলম খান, উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক মবিন খান উজ্জল, আ’লীগ সদস্য
মাজেদুল ইসলাম সেলিম, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন, পৌর আ’লীগ সভাপতি, এস.এম. রবিন হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ইউপি সদস্য ফারুক খান প্রমুখ। এ সময় কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেন- করোনা’র প্রাদুর্ভাব মোকাবেলায় জনপদে লকডাউন ঘোষণা এবং মসজিদে
সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায়ে সরকারের বিধি-নিষেধে মসজিদে মুসল্লি সংখ্যা কমে যায়। ফলে মসজিদ সমূহে দান-অনুদান ব্যাহত হয়। প্রধানমন্ত্রী সারাদেশের মসজিদে ইমামদের কে ৫ হাজার টাকার আর্থিক অনুদানের সিদ্ধান্ত গ্রহন করেন। সে লক্ষ্যে গাজীপুর-৫ নির্বাচনী এলাকায় প্রতিটি মসজিদের ইমাদের মাঝে অনুদানের চেক প্রদান করেন।
Discussion about this post