করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. কবির চৌধুরী। এছাড়া, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের সদরঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জিএম কাইয়ুম (৪৫) মারা গেছেন।
বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. কবির চৌধুরী মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন।
প্রবীণ আইনজীবী মো. কবির চৌধুরী আনোয়ারা উপজেলার স্থায়ী বাসিন্দা। তার মৃত্যুতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
অন্যদিকে, মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর) আবু বকর সিদ্দিক জানান, সদরঘাট থানায় কর্মরত জিএম কাইয়ুম গত এক সপ্তাহ ধরে করোনার উপসর্গসহ অন্যান্য রোগে অসুস্থ ছিলেন।
প্রথম দফা করোনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে। এর মধ্যে মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর আবার করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার গ্রামের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার রাজেশপুর গ্রামে।
তার মরদেহ চট্টগ্রাম নগর পুলিশের ব্যবস্থাপনায় গ্রামের বাড়িতে পাঠানো ও কবর দেওয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ।