সাবেক ভারপ্রাপ্ত মেয়র,নুরুল আলম অসুস্থ শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে
দীর্ঘ রাজনীতি পথ চলার দৃশ্যমান অনুপ্রেরণা বাংলাদেশ আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র, ৩৮নং ওয়ার্ড এর সাবেক সফল কাউন্সিলর এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও বন্দর
থানা আওয়ামীলীগের সভাপতি সকলের শ্রদ্ধাভাজন জনাব নুরুল আলম অসুস্থ অবস্থায় বর্তমানে মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে।
দল-মত নির্বিশেষে সকলের কাছে অনুরোধ উনার জন্য আপনারা দোয়া করবেন। মহান আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থতা দান করেন।
”নুরুল আলম আমাদের উপদেষ্টা ”মহান আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থতা দান করেন।”
প্রকাশস সম্পাদক । সপ্তাহিক আজকের সত্য সংবাদ পত্রিকা অনলাইন আজকের সত্য সংবাদ আনলাইন মুক্তখবর24.কম
পরিচালক 16banglatv ”বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন [ বনপ ] যুগ্ন সাধারন সম্পাদক ঢাকা” [ ব ন পা ] চট্টগ্রিম জেলার যুগ্ন সাধারন সম্পাদক দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা প্রচার ও প্রকাশনা সম্পাদক চট্টগ্রাম জেলা । মোঃহারুন অর রশিদ
Discussion about this post