ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রৌশন আলী (৬২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূও করোনায় আক্রান্ত হয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার বিকেল ৩টায় তিনি মারা যান।
এ নিয়ে ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত হয়ে দুজন এবং করোনার উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেলেন।
রৌশন আলীর ছোট ভাই হামিদুর রহমান জানান, সোমবার তার বড় ভাইয়ের করোনা ধরা পড়ে। মঙ্গলবার রংপুর মেডিকেল নেওয়ার পথে খোচাবাড়ি এলাকায় তিনি মৃত্যুবরণ করেন।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম চয়ন বলেন, তার কভিড-১৯ ধরা পড়ার পর শ্বাস কষ্ট দেখা। স্থানীয় হাসপাতালে ভর্তি না করে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান।
Discussion about this post