তৈয়বুর, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বেড়েই চলছে মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন নতুন আক্রান্ত ৭ মোট ১৫১ সুস্থ -৯৮ জন।
বুধবার (৩জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ছাদেকুর রহমান আকন্দ জনান- গত ২৪ ঘন্টায় ২৩ টি নমুনা সংগ্রহ করে (আইইডিসিআরএ) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নতুন ৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ পর্যন্ত ১২৪৪ টি নমুনা সংগ্রহ করে আইইডিসিআরএ পাঠানো হয়েছে।
আজকের ৭ জনসহ মোট ১৫১ জন পজিটিভ সনাক্ত হয়। করোনা ভাইরাসে আক্রান্ত ১৫১ জনের মধ্যে হোম আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইনে থেকে করোনাকে পরাজিত করে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেন ৯৮ জন । যারা করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন, তাদের ১০ দিন পরপর আবার নমুনা সংগ্রহ করে পুনঃপরীক্ষা করা হবে। তাছাড়া আক্রান্ত বাকি ৫৩ জনের সকলেরই চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।
Discussion about this post