তৈয়বুর, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল সেভেন রিং লড়ি গাড়ির সংঘর্ষে জোবায়ের হোসেন নামে এক প্রবাসী নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
রবিবার (৭ জুন) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া মেইন রাস্তায় এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এতে ৩ জন গুরুতর আহত হয়েছে। নিহত প্রবাসী জুবায়ের হোসেন খলাপাড়া এলাকার ফরহাদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যায় জুবায়ের হোসেন মোটরসাইকেলযোগে ঘোড়াশাল ফেরিঘাট থেকে বাড়ি যাওয়ার পথে খলাপাড়া এবিএল কোম্পানি ফ্যাক্টরির কাছে আসার পর সেভেন রিং লড়ি গাড়ির সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তার মোটরসাইকেল বিপরীতদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে মেইন রাস্তায় ছিটকে পড়ে রক্তাক্ত জখম হয়। পাশাপাশি অন্য মোটরসাইকেলের দুইজন গুরুতর আহত হয়।
গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী জুবায়ের হোসেনকে উদ্ধার করে ঢাকা নেয়ার পথে সে মারা যায়। অন্য দুইজনকে এলাকাবাসী উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত দুইজন এটি এম বুথ ব্যাংকিং সার্ভিস টেকনো মিডিয়ায় কর্মরত। তারা হলেন নড়াইল জেলার লোহাগড়া থানার দানাইল গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ নাঈম (৩৫) ও নওগাঁ সদর থানার পাল পাড়া গ্রামের মৃত হরেন্দ্রনাথ সরকারের ছেলে সাধন সরকার (২৯)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক বলেন -ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আরশাদ মিয়া প্রবাসী জুবায়ের হোসেনের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে।