কালীগঞ্জে ফগার মেশিনে মশা নিধন

তৈয়বুর, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পৌরসভার উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

মঙ্গলবার (৯ জুন) বিকেলে কালীগঞ্জ পৌর মেয়র মোঃ লুৎফুর রহমান বলেন, কালীগঞ্জ পৌর এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও, ডেঙ্গু মশার আক্রমণ থেকে পৌরবাসীকে রক্ষার লক্ষ্যে, ফগার মেশিনের মাধ্যমে

 

ডেঙ্গু মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি আরো জানান, পৌরসভার উদ্যোগে ৪ জন লোক দিয়ে, ২ টি মেশিনের মাধ্যমে ইতো মধ্যে পৌর ৫ নং ওয়ার্ড বালীগাঁও এবং ৩ নং ওয়ার্ড ভাদার্তী এলাকায় দেয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের মধ্যেই দেয়া হবে।