তৈয়বুর, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে জনসংখ্যা তুলনায় করোনা নমুনা পরীক্ষা করাচ্ছেন কম সংখ্যক লোক। এই যাবত কালীগঞ্জ উপজেলার ১৪৩৬ জন নারী-পুরুষ করোনা নমুনা পরীক্ষা করেছেন। তাদের মধ্যে ১৬৯ জন নারী-পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
চিকিৎসকের পরামর্শ নিয়ে কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থেকে এই যাবত ১১০ জন আক্রান্তকারী সুস্থ হয়ে উঠেছেন। একজন শিশু ও একজন বৃদ্ধসহ দুইজন করোনায় মারা গেছেন। বুধবার (১০ জুন) সন্ধ্যায় ঢাকার আইইডিসিআর থেকে করোনা রির্পোটে কালীগঞ্জ উপজেলায় নতুন আরোও ৭ জন আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ। তিনি বলেন, কালীগঞ্জ পৌর এলাকায় ৩ জন, বাহাদুরসাদী ১, মোক্তারপুর ১, জামালপুর ১ জন ও বক্তারপুর ১ জনসহ ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।