বাজেট অধিবেশনে প্যানেল সভাপতি চুমকি এমপি

তৈয়বুর, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: বাজেট অধিবেশন পরিচালনার জন্য প্যানেল সভাপতি হিসেবে নির্বাচিত হলেন গাজীপুর-৫ কালীগঞ্জের শান্তি কন্যা কেন্দ্রিয় অা’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

 

বুধবার (১০জুন) সন্ধ্যায় অধিবেশনের শুরুতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে প্রতি বছরের মতো এবারও বাজেট অধিবেশন পরিচালনার জন্য ৫ জন প্যানেল সভাপতি মনোনয়ন দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ।

 

সততা আর দক্ষতার গুণে এবার বাজেট অধিবেশনের প্যানেল সভাপতি হয়েছেন মেহের আফরোজ চুমকি এমপি। দক্ষতা, যোগ্যতা ও সততার মাধ্যমে তৃণমূল নেতাকর্মীসহ সর্বমহলে ব্যাপক গ্রহণ যোগ্যতা অর্জন করেছেন মেহের আফরোজ চুমকি এমপি। সেই ‘৯৬ থেকে রাজনীতির মাঠে দীর্ঘ ২৪ বছর পার করেছেন তিনি।

 

কালীগঞ্জ সংসদীয় আসনে আ’লীগের দলীয় মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে এমপি নির্বাচিত হয়েছেন। এলাকায় শান্তি প্রতিষ্ঠিত করায় দলমত নির্বিশেষে সবায় তাকে শান্তি কন্যা উপাধিতে ভূষিত করেছেন।

 

এবারের বাজেট অধিবেশনের প্যানেল সভাপতি হলেন-মুহাম্মদ ফারুক খান, এ বি তাজুল ইসলাম, মহিবুর রহমান মানিক, কাজী ফিরোজ রশীদ ও মেহের আফরোজ চুমকি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমন্ডলীর মধ্যে যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন।