নাগরপুর ধুবড়িয়া ঋষি পাড়ায় আশিকুর রহমান তুহিনের নগদ অর্থ প্রদান

মোহাম্মদ মহসিন খান (টাংগাইল) নাগরপুর প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ধুবড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক,ট্যাড গ্লুপের ম্যানেজিংডিরেক্টর(এমডি) জনাব,

 

মো.আশিকুর রহমান তুহিনের নগদ আর্থিক অনুদান রবিবার ১৪ জুন দুপুর ২টার সময় আশিকুর রহমান তুহিন এর নিজ বাসা (পৈত্রিক বাসা) ধুবড়িয়ার ঋষি পাড়ার সকল পরিবারের হাতে তুলে দেন নগদ এই অর্থ এ সময় উপস্থিত ছিলেন আশিকুর রহমান

 

তুহিন এর চাচা মোঃআমিনূর রহমান হারুন মিয়া,মোঃশামছুল রহমান আজম মিয়া,ভাই নাগরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য মো.আতিকুর রহমান নিল্টু, ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক ও গনমাধ্যম কর্মী মো.কবির হোসেন,বিশিষ্ট সমাজ সেবক মোঃআশিকুর রহমান নিশাদ ও সমাজ সেবক, আফতাবু

 

ররহমান,শশী,নাছির,জানিব, রাজিব,সেতাব, এসময় নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সদস্য মো.আতিকুর রহমান নিল্টু বলেন, শিল্পপতি জনাব মো.আশিকুর রহমান তুহিন আমাদের নাগরপুরের ধুবড়িয়া গ্রামের কৃতি সন্তান। তিনি যেকোন দূর্যোগে নাগরপুর উপজেলা বাসীর পাশে আছেন এবং থাকবেন এটা একটা মহৎকাজ আপনাদের পাশেও আমি নিল্টু,কবির ও

 

শিল্পপতি মো.আশিকুর রহমান তুহিনের নির্দেশে আছি এবং থাকবো। যুবনেতা ও গনমাধ্যমে কর্মী মো.কবির হোসেন বলেন, শিল্পপতি ও সমাজসেবক মো.আশিকুর রহমান তুহিন অনেক ভাল মানুষ ও মানবিক।

 

তাঁর অর্থায়নে এর আগেও আমরা নাগরপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে,বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম এর নিকট কর্মকর্তা কর্মচারী, চিকিৎসক ও স্বাস্হ্যকর্মীদের করোনা ভাইরাস থেকে সুরক্ষার

 

জন্য সকল প্রকার সুরক্ষা সামগ্রী প্রদান করেছি এছাড়া দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাছান মারুফ ও দৌলতপুর থানায়ও করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী দেয়া হয়েছে। ঋষি পাড়ার পরিবারদের হাতে নগদ অর্থ তুলে দেয়ায় তারা

 

বলেন আমরা আশিকুর রহমান তুহিন এর জন্য উপরআলার কাছে প্রার্থনা করি উপরআলা যেন তার নেক বাসনা পূর্ণ করেন এবং তাকে ও তার পরিবার কে দীর্ঘ হায়াত দান করেন।