চট্টগ্রামে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামীকাল বুধবার (২৪ জুন) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট কলকাতা যাবে।
বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেতাজী সুভাস বোস বিমান বন্দরের উদ্দেশে বিমানটি উড্ডয়ন করবে।
মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ বিমান চট্টগ্রামের ব্যবস্থাপক ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ বিমানের ৭৪ আসন বিশিষ্ট ড্যাশ-৮ উড়োজাহাজটি ভাড়া করেছেন ভারতীয় নাগরিকরা। এই বিমানে ২৫ জন যাত্রী কলকাতা যাবেন।
যাত্রীদের মধ্যে চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশনের কর্মকর্তারাও থাকতে পারেন। যাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে।
তবে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের ক্ষেত্রে ৭৪ আসনের বিপরীতে অর্ধেক যাত্রী বহন করবে বিমানটি। চট্টগ্রাম থেকে কলকাতা হয়ে বিমানটি একই দিন আবার ঢাকায় ফিরে আসবে বলে বাংলাদেশ বিমান সূত্র জানিয়েছে
Discussion about this post